চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৪:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট গ্রাম পর্যায়ে প্রতিভা খোঁজার বড় ক্ষেত্র। এখান থেকেই একদিন উঠে আসবে দেশের নাম করা ফুটবলার। তাই বর্তমান সরকার খেলাধুলার ক্ষেত্রেও আন্তরিক। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন খেলাধুলার মাধ্যমে যেমন শিশু-কিশোর ও যুবক-যুবতীরা মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকে তেমনি তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুুবুল আলম খোকা, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শাহাদাত নবী খোকা, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, মোরশেদুল আলম, আহমদুর রহমান ভেট্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, দিদারুল হক দস্তগীর, এনামুল হক চৌধূরী, কুতুব উদ্দীন, আবদুল মান্নান আজাদ, আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, শিক্ষক এনামুল হক, ফরিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শিকলবাহার শুভ সূচনা