কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৯ মে, ২০২১ at ৪:৩৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের শেষ তিন ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে। গতকাল সকাল ১১টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে জামাল ভূঁইয়ারা দোহায় পৌছে স্থানীয় সময় বেলা সোয়া ১টায়। ৩২ সদস্যের বাংলাদেশ দল কাতার গেছে। ২৩ ফুটবলার ছাড়াও দলে রয়েছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম অ্যাটেন্ডেন্ট। কাতার পৌঁছে ফুটবলাররা স্বাস্থ্যবিধির আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিয়েছেন। বিমান বন্দরেই সবার করোনা নমুনা নেওয়া হয়েছে। এই করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ারাই কেবল নির্দিষ্ট সময়ে অনুশীলন মাঠে যেতে পারবে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।
এদিকে এই তিনটি ম্যাচ নিজেদের মাঠে খেলার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে তিনটি ম্যাচই খেলতে হচ্ছে কাতারে। কাতার যাওয়ার আগে দেশকে ভালো ফল এনে দিতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ। একমাত্র পয়েন্ট পেয়েছিল ভারতের বিপক্ষে ১-১ ড্র করে। এখন বাকি তিন ম্যাচ থেকে ভালো ফল পাওয়ার আশা জামালের।

পূর্ববর্তী নিবন্ধউইকেটের হাফ সেঞ্চুরি তাসকিনের
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু