চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার (১৬ মার্চ) ভোররাতে পুলিশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী, হাশিমপুর, ধোপাছড়ি ও বৈলতলী ইউনিয়নে পৃথক পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোররাতে পুলিশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় অভিযান চালিয়ে মৃত মৃদুল রুদ্রের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি নিকু রুদ্র (৪৮) ও তার স্ত্রী সীমা রুদ্র(৪০)কে গ্রেপ্তার করে।
একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সামশুল আলমের পুত্র ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. দিদারুল আলম(৩৬)কে।
এছাড়া পুলিশের অপর দল হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেনের পুত্র নুরুন্নবী(৪৮)কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এদিকে, একই রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পূ্র্ব ধোপাছড়ি এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ শফির পুত্র মো. রফিক(২৮)কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এছাড়া বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলী এলাকায় অভিযান চালিয়ে মীর আহম্মদের পুত্র জিআর পরোয়ানাভূক্ত আসামি মো. সরু মিয়া (৩০) ও আশরাফ আলী বাসুরার পুত্র মো. আরমান(২৮)কে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।