স্পিডবোটের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস ঘাট ইজারাদারের

সন্দ্বীপ-গুপ্তছড়া নৌরুট

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছাড়া নৌরুটে স্পিডবোটের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ঘাট ইজারাদার। মঙ্গলবার (১৫ মার্চ) ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বৃদ্ধির এ ঘোষণা দেন।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই গুপ্তছড়া নৌরুটে স্পিড বোটের ভাড়া ৫০ টাকা বৃদ্ধি করেছিলেন ঘাট ইজারাদার এস এম আনোয়ার হোসেন। তবে ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করায় ব্যাপক সমালোচনার মাঝে ৭ ফেব্রুয়ারি থেকে বর্ধিত ভাড়া প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

কিন্তু এক মাস যেতে না যেতেই ঘাট ইজারাদার ও মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নিজ ফেসবুকে পুনরায় স্পিড বোটের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। যা কাল ১৭ মার্চ থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে তিনি অকটেনের দাম বৃদ্ধি, ইয়ামাহা মবিলের দাম বৃদ্ধি, স্পিড বোটের যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ঘাটের শ্রমিকদের মজুরি দ্বিগুণ হওয়াসহ নানা কারণ উল্লেখ করেন।

তবে যাত্রীদের দাবি, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয় সরকারের সিদ্ধাšের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে। কিন্তু সরকারের কোনো নির্দেশনা ছাড়া এভাবে ফেসবুকে ঘোষণা দিয়ে ভাড়া বাড়াতে পারেন না ইজারাদার।

ভাড়া বৃদ্ধির বিষয়ে জেলা পরিষদ অবগত আছে কিনা জানতে চাইলে ইজারাদার আনোয়ার হোসেন দৈনিক আজাদীকে বলেন, জেলা পরিষদের সাথে কথা বলার কী আছে? আমি ঘাটে সম্প্রতি অনেক অবকাঠামো উন্নয়ন করেছি।

তবে বর্ধিত ভাড়ার বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবালকে মোবাইলে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

তবে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা পুনরায় ভাড়া বৃদ্ধির বিষয়টিকে অযৌক্তিক হিসাবেই দেখছেন। তিনি দৈনিক আজাদীকে বলেন, এটা অনৈতিক অন্যায্য। সন্দ্বীপের মানুষের উপর কষাঘাত। যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা সেখানে ৫০ টাকা বৃদ্ধি খুবই দুঃখজনক। তিনি সকলকে স্টিমারে যাতায়াত ও স্পিডবোটকে বয়কটের আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধখালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭