চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ২ জনের কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ১৬ মার্চ গভীর রাতে এ অভিযান চালায়। পুলিশ জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের গাছবাড়িয়া মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসায়। এসময় চট্টগ্রামমুখী একটি নাম্বারবিহীন পিকআপে তল্লাশী চালিয়ে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা কারবারী রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকার মো. জাহেদ আলীর পুত্র মো. রফিকুল ইসলাম (৩৩), একই এলাকার মৃত সুরুত আলীর পুত্র মো. খাঁজা উদ্দিন (৪২) কে গ্রেপ্তার করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। একই রাতে উপজেলার রওশনহাট পূর্ব এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে মৃত নুরুল হাকিমের পুত্র পলাতক আসামী শফিউল আলমকে গ্রেপ্তার করে।