চন্দনাইশে পুকুরে ডুবে সিদরাতুল মুনতাহা ওয়াজিফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ছৈয়দাবাদ মান্নান চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজিফা ওই এলাকার মো. নাজিম উদ্দীনের কন্যা। পারিবারিক সূত্র জানায়, বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল ওয়াজিফা। এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। ওয়াজিফার নিকটাত্মীয় ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সচিব মো. আবদুল হাকিম বলেন, পুকুরে পড়ার আধা ঘণ্টার মধ্যে ওয়াজিফাকে উদ্ধার করা হয়। দ্রুত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।