চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’- এই প্রতিপাদ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলকে দুর্নীতি মুক্ত থেকে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়। সেই সাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে দেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মাহমুদ হাসান।

সহকারী কমিশনার (ভূমি) জিমরান মো. সায়েকের সভাপতিত্ত্বে ও প্রতিরোধ কমিটির সেক্রেটারী আরশাদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম (খোকা), উপ-পরিচালক মো. আতিকুল আলম, প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু তাহের ও খুরশীদ রোখেয়া, সদস্য মো. আব্দুল মান্নান, প্রফেসর এয়াকুব নবী, সাংবাদিক কমরুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপটিয়ায় খাল খনন পরিদর্শনে পাউবো মহাপরিচালক