আনোয়ারায় আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ের একটি মৎস্য আড়তকে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে জব্দ করা চিংড়িগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলামও উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগণ ও আনোয়ারা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমিন জানান, চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়িয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ উপায়ে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে একজন আড়ৎদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সুন্নী আন্দোলনের মহাসমাবেশ কাল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা