চন্দনাইশে তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকা এবং পাহাড়ের মাটি কাটার অপরাধে ৩টি ভাটায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন এবং পাহাড়ের মাটি কেটে ইটভাটায় নিয়ে ইট প্রস্তুত করার সংবাদ পেয়ে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এইচবিএল, পিবিএম ও ফোরবিএম নামে ৩টি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক মো. মঈনুদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে চন্দনাইশ থানা পুলিশ সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের প্রথম দিন শুরু হচ্ছে না প্রাথমিক শিক্ষকদের বদলি
পরবর্তী নিবন্ধএই মাসে শৈত্যপ্রবাহ দফায় দফায়, মাসজুড়েই থাকবে শীত