চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স না থাকা এবং পাহাড়ের মাটি কাটার অপরাধে ৩টি ভাটায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন এবং পাহাড়ের মাটি কেটে ইটভাটায় নিয়ে ইট প্রস্তুত করার সংবাদ পেয়ে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এইচবিএল, পিবিএম ও ফোরবিএম নামে ৩টি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩–এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিদর্শক মো. মঈনুদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে চন্দনাইশ থানা পুলিশ সহযোগিতা করেন।