চন্দনাইশে ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতাক

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ এলাকায় পঞ্চাশোর্ধ এক গৃহবধু ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম রেজিয়া বেগম (৫৪)। গতকাল শনিবার সন্ধ্যায় পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম ওই এলাকার রিকশাচালক আবদুস সাত্তারের স্ত্রী।

স্থানীয়ভাবে জানা যায়, গৃহবধু রেজিয়া বেগম গতকাল শনিবার সন্ধ্যায় তার নিজ ঘরে মারাত্মকভাবে ছুরিকাহত হয়। এ সময় স্থানীয়রা গুরুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তবে নিহত রেজিয়া বেগম তার নিজ গৃহে কীভাবে ছুরিকাহত হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। তবে ঘটনার পর তার স্বামী আবদুস সাত্তার পলাতক রয়েছেন বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ছুরিকাঘাতে গৃহবধু রেজিয়া বেগম চমেক হাসপাতালে মৃত্যু হওয়ার বিষয়টি জানতে পেরে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ মেলা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়