চন্দনাইশে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভিষেক

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ গ্রাম ডা. কল্যাণ সমিতি চন্দনাইশ উপজেলা শাখার অভিষেক ও গুণীজন সম্মাননা গতকাল মঙ্গলবার দোহাজারীতে সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক নাছরীন আক্তার। উদ্বোধক ছিলেন গ্রাম ডাক্তার ঢাকা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবদুস্‌ সাত্তার।

প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. মাহামুদুল হাসান। সম্পাদকীয় বক্তা ছিলেন ডা.রনজিত কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন ডা. নিহার চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রিয়া দাশ শান্তা, শিক্ষার্থী রক্তিম চৌধুরী তুর্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. সেলিম উদ্দীন ডা. পলাশ দত্ত।

বিশেষ অতিথি ছিলেন, ডা. অঞ্জণ বিশ্বাস, . কে মজুমদার,ডা. কাজী মুহাম্মদ হানিফ,এম.এন কাইছার, সাইফুল ইসলাম ভূঁইয়া, তাওহীদুল ইসলাম সাঈদী, মীম আয়াত উল্লাহ, মোহাম্মদ নাছির উদ্দীন, সজল মিত্র, কংসরাজ দত্ত, এমএন আলম, কাজী কলিম উদ্দীন, ডা. শাহাজাহানুল হক, ইমাম উদ্দীন আশফাক, প্রবীর চক্রবর্তী, মো. কলিম মিয়া।

প্রধান অতিথি বলেন, একজন গ্রাম ডাক্তার হচ্ছেন ওই এলাকার বা ওই অঞ্চলের মানুষের পরম বন্ধু। সুন্দর ও ভালভাবে এ পেশাকে মনোনয়ন করে গ্রাম ডাক্তাররা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা দিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা