চন্দনাইশে গণিত অলিম্পিয়াড ২০ শিক্ষার্থীকে পুরস্কার

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের উদ্যোগে বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় এবং চন্দনাইশ সমিতি চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় গণিত অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চন্দনাইশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন শিক্ষার্থী অংশ নেন। গত শনিবার অনুষ্ঠানের ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বর্তমানে শিক্ষার্থীরা গণিত বিষয়ে অনেক কিছু শিখতে পারছেন। সরকার শিক্ষা বিস্তারে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। প্রধান আলোচকের বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বিগত ৫ বছরে চন্দনাইশে অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন হয়েছে। আমাদের অভিজ্ঞতার পরিধি, চিন্তার জগৎ এবং মনের জগৎ বাড়াতে হবে। আমরা চাই প্রতিটা ক্ষেত্রে যেন যোগ্যতা অর্জন করতে পারি। ইসপার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন বিলাস বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো. সাইফুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। দিদারুল রশিদ কাজেমীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. উজ্জল কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। শিক্ষার্থীদের শিকড় জয়ের গল্প শুনান এভারেস্ট বিজয়ী এমএ মুহিত। দ্বিতীয় বারের মতো আয়োজিত গণিত অলিম্পিয়াডে বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার ও ৫১০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাসুম বিল্লাল ফারদিন পেসাপালো এসোসিয়েশনের সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল