চন্দনাইশে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চন্দনাইশে কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলাম (১৮) হত্যাকান্ডের ঘটনায় চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিহত জাহেদের পিতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলটি দায়ের করেন। মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। উল্লেখ্য গত বুধবার রাতে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার ৩ শিক্ষার্থী চন্দনাইশ পৌরসভার ৬ নং ওয়ার্ড জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং এর সদস্যরা ৩ বন্ধুকে এলোপাহাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের ওইদিন রাতে চন্দনাইশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত জাহেদের লাশ পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ায় আনা হয় এবং বাদে মাগরিব নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, জিহস ফকিরপাড়া এলাকায় শান্তিশৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গতকাল জিহস ফরিকপাড়া এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত ১ বছর ধরে একটি কিশোর গ্যাং এলাকায় তান্ডব চালিয়ে আসছিল। রাতে চলাচলরত মানুষদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই, দোকান থেকে মালামাল ক্রয়, চানাস্তা খেয়ে টাকা না দেয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত করছিল। গত বুধবার কলেজ শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে পুরো জিহস ফকিরপাড়া এলাকায় আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধফরহাদাবাদে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন