চন্দনাইশ নেটওয়ার্ক ওয়াইফাই অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরেরদল। গত শনিবার রাতে পৌরসদরস্থ নাসির উদ্দীন মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক কমিশনার শাহাদাত হোসেন খোকন বাদী হয়ে গতকাল রোববার চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রতিষ্ঠানের অপর পরিচালক মো. বদিউল আলম জানান, প্রতিদিনের মত কর্মচারী মো. হাসান অফিস বন্ধ করে বাড়িতে চলে যায়। কিন্তু রাতের যে কোনো সময় সংঘবদ্ধ চোরেরদল অফিসের তালা ভেঙে ভিতরে রক্ষিত প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ওয়াইফাই নেটওয়ার্ক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। সকালে উক্ত কর্মচারী অফিসে এসে চুরির ঘটনা টের পায়। এর ফলে চন্দনাইশ ও দোহাজারী এলাকার প্রায় ৩ শতাধিক গ্রাহক নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।












