চন্দনাইশে এলজি কার্তুজসহ গ্রেপ্তার ৬

পুলিশের পৃথক অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশে পৃথক অভিযানে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে মো. শাকিল (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি উপজেলার পূর্ব সাতবাড়িয়ায় অস্ত্র বেচাকেনা হবে। এ সংবাদ পেয়ে পুলিশ ফোর্স উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া ৫নং ওয়ার্ডের ছাদেকপাড়ার আবুল কাশেমের ঘরে অভিযান চালায়। এ সময় আবুল কাশেমের পুত্র মো. শাকিলকে আটক করে অস্ত্রের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিলের দেখানো স্থান থেকে পুলিশ ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশামসুন নাহার খান নার্সিং কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের দোহাজারী শাখা উদ্বোধন