চন্দনাইশে একই পরিবারের চারজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

পুলিশের পৃথক অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্র ও শনিবার পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গতকাল শনিবার ভোররাতে উপজেলার বাইনজুরী এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি একই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এলাকার মৃত সাছি মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৫৮), তার পুত্র রমজান আলী (৩০), নেয়ামত আলী (৩৮) এবং নেয়ামত আলীর স্ত্রী রেখা আকতার (২৫)। একইদিন দোহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মৃত ফতেহ আলীর পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
এছাড়া গত শুক্রবার ভোররাতে উপজেলার ধোপাছড়ি, জাফরাবাদ ও মুরাদাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম ধোপাছড়ি এলাকার মৃত জাফর আহমদের পুত্র আবছার মিয়া, বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত মো. আবদুল জলিলের পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আবদুল করিম এবং উত্তর মুরাদাবাদ এলাকার মো. সামশুল আলমের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি মুহাম্মদ জসিম উদ্দিন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ৮ আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদ যশোদা নন্দী মহিলা কলেজে বিনামূল্যে বই বিতরণ
পরবর্তী নিবন্ধচসিক ৬নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা