চন্দনাইশে অস্ত্রসহ একজন আটক

সেনাবাহিনীর বিশেষ অভিযান

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। তার নাম আইনুল করিম (২৫)। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি হাজীপাড়া এলাকার মাহদুল হকের ছেলে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে আটক আইনুল করিমের ওপর নজরদারি রাখছিল চন্দনাইশ সেনা ক্যাম্পের গোয়েন্দারা। শনিবার রাতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১টি এলজি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত যুবককে অস্ত্রসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাম্প ক্যাপ্টেন ইফতিসাম জাওয়াদ দিয়াব।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ওসি ইলিয়াস খান। তিনি জানান, অস্ত্র আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ভোটের মাঠ অনিরাপদ থেকে যাবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা