চন্দনাইশে অভিযুক্ত তিন আসামি গ্রেপ্তার, রিমান্ড

গোলাগুলিতে যুবক নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

চন্দনাইশে ১৫ মাস আগে ভোটকেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান হাবিবুল ইসলাম নামের এক যুবক। ওই ঘটনায় করা মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার লালদীঘি পাড়ের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল সাতকানিয়ার নতুন চর খাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের বিচনার বড় বাড়ির মফজল মিয়ার ছেলে মো. শাখাওয়াত প্রামাণিক শওকত (৩৮), একই থানার মধ্যম নলুয়া ২ নম্বর ওয়ার্ডের জয়নাবের বাপের বাড়ির শাহ আলমের ছেলে কামরুল আজাদ সুমন (৩২) এবং দোহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদ মেম্বারের বাড়ির তমিজ উদ্দীনের ছেলে আজহার উদ্দীন (২৯)। গতকাল বৃহস্পতিবার আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান।

পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার জানান, এ ঘটনায় অভিযুক্ত কামরুল আজাদ সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য অপর দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়। কেন্দ্রের পাশে ছিলেন স্থানীয় যুবক হাবিবুল ইসলাম। গুলিতে তিনি প্রাণ হারান। এ ঘটনায় হাবিবুলের মা ছকিনা খাতুন বাদী হয়ে মামলা করেন চন্দনাইশ থানায়। পরে ওই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। বুধবার গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার দিন হাবিবুলকে গুলি করার কথা স্বীকার করেন। ভোটের দিন তারা ভাড়াটে হিসেবে গিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৩ প্রার্থীকে সোয়া চার লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধস্ট্যাম্পে শুল্কহার বাড়াতে বড় রদবদলের প্রস্তাব