নগরীর আকবর শাহ থানাধীন লতিফপুর বদ্দার বাড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আসামি সালাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে। তার মা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন আকবর।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সম্প্রতি তিনি তাঁর ছেলের বন্ধু সাগরের অসুস্থ পিতাকে দেখতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় যান। তার মেয়ে বাসায় একাকী টিভি দেখছিল। এসময় হঠাৎ তাদের প্রতিবেশী সালাউদ্দিন ঘরে ঢুকে বাদীর মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার মেয়ে চিৎকার করলে আসামি দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনা জানার পর সালাউদ্দিনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।