ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ বলেছেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ইউসেপ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সাধারণ ও কারিগরি প্রশিক্ষণ এবং শোভনকর্মে সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ইউসেপ বাংলাদেশ এসডিজি’র ১, ২, ৩, ৪, ৫, ৮, ১০ এবং ১৭ নম্বর অভীষ্ঠ অর্জনের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে আসছে। বাংলাদেশ সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে ‘তরুণ যুবসমাজ : তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ এবং স্বাবলম্বী তরুণ সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে ২০২৩ সালের মধ্যে দেশের বেকারত্বের হার শতকরা ১২ জনে নামিয়ে আনা সম্ভবপর হবে। সরকারের এ লক্ষ্যসমূহের বাস্তবায়নে ইউসেপ বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০২১, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, ৮ম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা, এসডিজি বাস্তবায়ন পরিকল্পনা ২০৩০, উন্নত ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর আলোকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং চতুর্থ শিল্প বিপ্লবের সুফল অর্জনের লক্ষ্যে কারিগরি শিক্ষা দিচ্ছে ইউসেপ। প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল। দেশের বেকারত্বের হার কমিয়ে আনার জন্য অর্থনৈতিক অঞ্চল সংখ্যাকে একশত করার জন্য সরকার কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে। এতে বাংলাদেশের শ্রমবাজার বিদেশী দক্ষ শ্রম নির্ভরতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ফলে আমাদের দেশের প্রচুর টাকা দেশে থাকবে। অন্য দিকে আমাদের দেশের দক্ষ শ্রমিক অধিকতর বেতন ও সম্মানি পেশায় বিদেশী শ্রম বাজারে প্রবেশ করতে পারবে। যার ফলে প্রচুর বিদেশী টাকা দেশে আসবে। তিনি গতকাল সোমবার নগরীর আমবাগানস্থ ইউসেপ টেকনিক্যাল স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে এমপ্লয়মেন্ট কিটস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউসেপ চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক এবং ইউসেপ বাংলাদেশের এসোসিয়েশন সদস্য ওয়াহিদ মালেক। সভায় ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের প্রধান মো. নাজমুল হোসাইন মুকুল, ইউসেপ আমবাগান স্কুলের প্রধান আব্দুল আলীমসহ ইউসেপের কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি সকল উদ্যোগ তখনই সফল হবে যখন আমাদের যুব সমাজ কারিগরি দক্ষতার গুরুত্ব অনুধাবন করতে পারবে। কারিগরি দক্ষতার গুরুত্ব উপলব্বি করে যারা ইউসেপ টেকনিক্যাল স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের ভাগ্য পরিবর্তনের কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন, তাদেরও দায়িত্ব রয়েছে অপরাপর যুবাদের কারিগরি দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করা।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩২ জন ছাত্র-ছাত্রীর মাঝে এমপ্লয়মেন্ট কিটস বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।