চতুর্থ মেয়াদে বিসিবি সভাপতি হলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

বিসিবি নির্বাচনের আগে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছিলেন তিনি চান নতুন কেউ বিসিবির সভাপতি পদে আসুক। কিন্তু কেউ আসতে চায়না। তিনি বলেছিলেন মনে হয় আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ আসবেনা। পাপনের সেই বক্তব্যই যেন সত্যি হলো। বিসিবি সভাপতি পদে এবারেও কেউ প্রতিদ্বন্দ্বীতা করলনা পাপনের সাথে। একেবারে বিনা বাধায় চতুর্থবারের মত দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয় গত বুধবার। সেদিন বেসরকারিভাবে ফলাফল জানানোর পর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয় গতকাল বৃহস্পতিবার দুপুরে। আর গতকালই নতুন বোর্ডের প্রথম সভায় নাজমুল হাসানকে নির্বাচিত করা হয় বোর্ড সভাপতি। এই নিয়ে টানা চতুর্থবার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল হাসান। ২০১২ সালের অক্টোবরে প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন তিনি সরকারের মনোনয়নে। পরের বছরের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর ২০১৭ সালে আবারও বিনা বাধায় বিসিবি সভাপতি নির্বাচিত হন। আর এবারও পাপনের সভাপতি হওয়ার পথে কেউ বাধা হয়ে দাড়ায়নি। তাই আরো একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হলেন তিনি। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ ক্রিকেটের প্রধান কর্তার দায়িত্বে সবচেয়ে বেশি সময় থাকছেন তিনিই। গত কিছুদিনে যদিও বেশ কয়েক দফায় তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহের কথা বলেছেন। ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। নতুন নেতৃত্ব দেখতে চান। এসব কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন। তবে শেষ পর্যন্ত বোর্ড পরিচালকের দায়িত্ব নিতে তিনি ঠিকই নির্বাচনে আসেন। বোর্ড পরিচালকরাও অনুমিতভাবে তাকেই দিলেন বোর্ড প্রধানের দায়িত্ব।
এবারই প্রথমবার অবশ্য নির্বাচনে নেমে বোর্ড পরিচালক হয়েছেন তিনি। আগের দুই নির্বাচনে সরাসরি বোর্ড পরিচালক হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের ৫৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। সভাপতির মতো বিসিবির পরিচালনা পরিষদেও পুরনোদের আধিক্য। ২৫ বোর্ড পরিচালকের ১৯ জনই ছিলেন আগের বোর্ডে। নতুন এসেছেন মাত্র ছয় জন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খলিলুর রহমান স্মৃতি ফুটবলে পাহাড়তলী একাদশ সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধআফগান মেয়েটির পোষা ময়নার ঠাঁই হল আবু ধাবিতে