চতুর্থ ধাপে বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় ভোট ৫ জুন

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও লোহাগাড়া উপজেলায় আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ও শেষ ধাপে বাঁশখালী ও লোহাগাড়া উপজেলাসহ সারাদেশের ৫৫টি উপজেলায় ৫ জুন ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। গতকাল বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ‘আমরা তো চাঁদাবাজি করছি না, মেলা উপলক্ষে কিছু ইনকাম করছি’