চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে গতকাল বুধবার তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের রোগমুক্তি কামনায় খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক যুগ্ম সচিব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মু. এমদাদ উদ্দীন।
মাহফিলে সমিতির জীবন সদস্য ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে যাঁরা করোনাকালীন মৃত্যুবরণ করেছেন এবং যাঁরা অসুস্থ তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহসভাপতি জয়নুল আবেদিন জামাল, মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও মাহমুদ সালাহ্উদ্দীন চৌধুরী, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, পারভেজ মো. চৌধুরী, গিয়াস উদ্দীন, সৈয়দ আলম, মো. আব্দুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।