চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে নতুন পোশাক বিতরণ

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম পরিচালিত নগরীর হামজারবাগস্থ শিশু বিকাশ কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ উপলক্ষে আলোচনা সভা গতকাল সোমবার একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মো. মঈন উদ্দিন আহমেদ। বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম ও শিশু বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষকশিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষে শিশু বিকাশ কেন্দ্রের ৮৫জন নিবাসী শিশুর মাঝে ঈদের নুতন পোশাক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আগুনে পুড়ল ঘরসহ ফলদ-বনজ বাগান
পরবর্তী নিবন্ধ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত সংসদ নির্বাচনের দাবি