চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উদ্যোগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গরীব উল্লাহ শাহ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান আল কাদেরীর সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (স.) এর জীবনাদর্শ চর্চা ও অনুসরণ করতে হবে। মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। উপ-বিদ্যালয় পরিদর্শক আবুল বাশারের সভাপতিত্বে ও উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, উপপরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম, নারায়ণ নাথ প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে বহু দলীয় গণতন্ত্রের সূচনা করেন জিয়াউর রহমান
পরবর্তী নিবন্ধনগর জাসদের সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের সভা