দীর্ঘ দেড়যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কর্তৃক আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অধিভুক্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে আজ ৮ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ মাঠে শুরু হচ্ছে শিক্ষাবোর্ডের এ আয়োজনটি। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ম অনুয়ায়ী প্রতিযোগিতাটি সুশৃঙ্খল আয়োজনের সুবিধার্থে ইতিমেধ্যে বিভিন্ন পর্বে বাছাই অনুষ্ঠিত হয়, এতে কলেজ সমূহকে ৮ বিভাগে বিভক্ত করা হয়েছে। মহানগর পূর্ব, মহানগর পশ্চিম, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা। চট্টগ্রাম কলেজ মাঠে বাছাই পর্বের খেলা গত ৩০ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত শেষ হয়ে আজ ৮ ডিসেম্বর সোমবার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য বাছাইকৃত ৮ অঞ্চলের ১৩০ জন প্রতিযোগি এবারের প্রতিযোগিতায় মোট ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতার ইভেন্ট সমূহের মধ্যে রয়েছে ছাত্র–ছাত্রীদের ১০০ মিটার, ছাত্র–ছাত্রীদের ৪০০ মিটার দৌড়, ছাত্রীদের ২০০ মিটার দৌড়, ছাত্রদের ১৫০০ মিটার দৌড়, ছাত্র–ছাত্রীদের দীর্ঘ লাফ,উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ গতকাল জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ পর আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কলেজ সমূহের প্রধানদের সাথে আলোচনা হয়েছে। আজ সকালে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শিক্ষাবোর্ড চেয়ারম্যান আরো জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সর্বশেষ ২০১১ সাল পর্যন্ত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। এরপর থেকে আর এ আয়োজন করা হয়নি। আশাকরি ভবিষ্যতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ক্রীড়া প্রতিযোগিতাটি সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. সরওয়ার আলম চৌধুরী।












