চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল কমিটি গঠিত

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মত বিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে গত ১৬ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, প্রধান সমন্বয়কারী মো. হারুন অর রশিদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরীকে চেয়ারম্যান, হালিম আবদুল্লাহকে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চট্টগ্রাম ৩য় বিভাগ ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন ভাইস চেয়ারম্যান বিকাশ বডুয়া, মো. জয়নুদ্দিন জয়, মো. ইসমাইল রুবেল, সদস্য মো. সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান, মো. মনির আহমেদ বিজয়।

পূর্ববর্তী নিবন্ধঅকালে চলে গেলেন ক্রিকেটার আকবর খান
পরবর্তী নিবন্ধবিপিএলের মেগা ফাইনাল আজ