চট্টগ্রাম মাস্টার্স এবং মর্নিং ফিটনেস জোনের জয়লাভ

ভেটারেন ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ৯-০ গোলের বিশাল ব্যবধানে টুয়েন্টি ইভেন্টস গ্রুপকে পরাজিত করে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। চট্টগ্রাম মাস্টার্সের অধিনায়ক পাভেল এ খেলায় হ্যাট্রিক করেন। এটি টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক। এছাড়া বিজয়ী দলের পক্ষে ফেরদৌস ২টি, মাসুদ জুনিয়র, আসাদ,মানিক এবং মনসুর প্রত্যেকে ১টি করে গোল করেন। এ খেলায় ম্যাচ সেরা হন পাভেল। তার হাতে ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশিষ ভদ্র। একই ভেন্যুতে বিকাল ৪টায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মর্ণিং ফিটনেস জোন ১-০ গোলে চান্দগাঁও খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দু’দলের খেলা গোলশূন্য ড্র ছিল। খেলার দ্বিতীয়ার্ধে মর্ণিং ফিটনেস জোন পেনাল্টি লাভ করে। তা থেকে মোজাম্মেল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে আর কোন গোল হয়নি। মর্ণিং ফিটনেস জোন ১-০ গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট পায়। এ খেলায় ম্যাচ সেরা হন বিজয়ী দলের মোজাম্মেল। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক কৃতি ফুটবলার মো. শাহজাহান। টুর্নামেন্টের তৃতীয় দিনে একই ভেন্যুতে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ২.৪৫টায় প্রথম খেলায় অংশ নেবে আগ্রাবাদ প্রভাত ক্লাব এবং টুয়েন্ট ইভেন্টস গ্রুপ। দ্বিতীয় খেলা বিকাল ৩.৪৫টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এবং সিএস স্পোর্টস।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-২০ কাপ
পরবর্তী নিবন্ধসাকিবের চাওয়া এমন ভুল যেন কেউ না করে