চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির এক সভা গতকাল ৩ ডিসেম্বর কমিটির চেয়ারম্যান উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদের সঞ্চালনায় সভায় আসন্ন প্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল স্কুল ক্রিকেট লিগ এবং রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগের বাইলজের সংশোধনী প্রস্তাব ও বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহামদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চমকস এর সহ–সভাপতি ইবাদুল হক লুলু, ওসমান গণি মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান।ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী তারেক পারভেজ, আবদুল হান্নান আকবর, সিরাজুল হক খান,ফজলে বারী খান রুবেল সংস্থার নির্বাহী কমিটির সদস্য মনোরঞ্জন সাহা, এম এ মুসা বাবলু, মো. শাহাজাহান, মোহাম্মদ মারুফ, কমিটির যুগ্ম সম্পাদক ওয়ালিউল আবেদীন শাকিল চৌধুরী,আব্দুল গফুর পন্টি, শাহ মাহফুজুর রহমান পল্লব, ইয়াসিন আরাফাত, ওয়াসিম কামাল রাজা,ক্রিকেট কমিটির সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল,সাইফুল্লাহ্ চৌধুরী, মো. শওকত হোসাইন,ইবনুল হায়দার রিপন,জহির উদ্দিন,মো. নাছির,নুরুল আমিন, তপন দত্ত, আইনুল কবির জিতু, সাইদুল সুমন,আবু সৈয়দ লিটন,মোহাম্মদ শেখ সালাহ্ উদ্দিন, আ.ডি.নাথ কাজল, ইফাজ খান, মোহাম্মদ ঈসা আল–নফি ওয়াসি প্রমুখ।










