চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা হলে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

চবি প্রতিনিধি | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত জননেত্রী শেখ হাসিনা হলের উদ্যোগে হল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তাঁর দক্ষ দূরদর্শী নেতৃত্বে আজ বিশ্বদরবারে বাংলাদেশ রোল মডেল। উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্‌বান জানান। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, উক্ত হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম রেজাউর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তাপ নেই গরম কাপড়ের ব্যবসায়
পরবর্তী নিবন্ধ৭৮৬