চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে পিসিআর মেশিন বসাতে হবে

আটাবের আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

ঈদ এ মিলাদুন্নবী (স) পালন উপলক্ষে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার নগরীর ষোলশহর ২নং গেইটস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটাব চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন হাব প্রেসিডেন্ট এম শাহাদাত হোসাইন তসলিম। প্রধান বক্তা ছিলেন, আটাব সভাপতি মনছুর আহমেদ কালাম। বিশেষ অতিথি ছিলেন, হাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব মোহাম্মদ মাজহারুল হক ভুঁইয়া, চেয়ারম্যান মোহাম্মদ শাহআলম। বিশেষ আলোচক ছিলেন সিডিএ মসজিদ খতিব মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার।
আটাব চট্টগ্রাম জোন সেক্রেটারি মাহামুদুল হক পিয়ারুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা জালাল, আবদুল মালেক, শহীদুল্লাহ শাহজাহান, মুজিবুল হক শাকুর, আবু তাহের, মোদাচ্ছের হোসেন, বদলপুর প্রমুখ। এতে বক্তারা বিমানবন্দরে যাত্রী হয়রানির নিন্দা করে দ্রুততম সময়ে পিসিআর মেশিন বসানোর আহবান জানান। বক্তারা বলেন, বিশ্ব অটোমেশন পদ্ধতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা অনেক পিছিয়ে আছি। এ অবস্থার উত্তরণে সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাদল রাজনীতির মানুষের স্মৃতিতে চিরঞ্জীব হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধসফল সমবায়ীর সম্মাননা পেলেন জেলা নাজির জামাল উদ্দিন