চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট

ফাইনালে মাটিরাঙ্গা, সেমিফাইনালে কক্সবাজার-খাগড়াছড়ি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দেশের নানা স্থানে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় চলছে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শেষ পর্যায়ের খেলা। টুর্নামেন্টের ৫ম দিনে গতকাল সোমবার প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল দুপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ, খাগড়াছড়ি ১০ গোলে রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রামকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন মাটিরাঙ্গা কলেজের সাকিব চৌধুরী। খেলার প্রথমার্ধে ১৫ মিনিটের সময় ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে চমৎকার শটে বল জালে প্রবেশ করিয়ে দেন সাকিব। এ গোলের পর রাঙ্গুনিয়া সরকারি কলেজের খেলোয়াড়রা খেলায় ফিরে আসার অনেক চেষ্টা করে। এ থেকে তারা অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা মাটিরাঙ্গার গোলমুখে বেশিরভাগ আক্রমণ শানালেও দক্ষ গোলদাতার অভাবে একের পর এক গোল মিস করে যায়।

এক পর্যায়ে রাঙ্গুনিয়া বল জালে দিলেও রেফারী শরীফুজ্জামান খান টিপু তা ফাউলের অভিযোগে নাকচ করে দেন। কারণ এর আগেই রাঙ্গুনিয়ার খেলোয়াড় মাটিরাঙ্গার কিপারের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দেন। এ সুযোগে রাঙ্গুনিয়ার অপর খেলোয়াড় বল জালে দেন। গোল নাকচের কারণে রাঙ্গুনিয়ার খেলোয়াড়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। শেষ পর্যন্ত রাঙ্গুনিয়ার পক্ষে খেলায় সমতা আনা আর সম্ভব হয়নি। পরাজয় নিয়েই মাঠ ত্যাগ করতে হয় চট্টগ্রামের প্রতিনিধি এ কলেজের। এর পূর্বে বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২টি কোয়ার্টার ফাইনাল খেলা সকালে অনুষ্ঠিত হয়। এই দুই খেলায় জিতে সিটি কলেজ, কক্সবাজার ও পানছড়ি কলেজ, খাগড়াছড়ি সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথম কোয়ার্টার ফাইনালে সিটি কলেজ, কক্সবাজার ৪০ গোলে জয়নাল হাজারী কলেজ, ফেনীকে পরাজিত করে। খেলায় বিজয়ী কক্সবাজারের পক্ষে একটি করে গোল করেন দেলোয়ার, বোরহান, শামীম এবং নাফিজ। অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে পানছড়ি কলেজ, খাগড়াছড়ি টাইব্রেকারে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, লক্ষীপুরকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলাটি ১১ গোলে ড্র ছিল। ফলে খেলার ফলাফল টাইব্রেকারে নির্ধারিত হয়। টাইব্রেকারে পানছড়ি কলেজ, খাগড়াছড়ি ৩০ গোলে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, লক্ষীপুরকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলায় কাজী ফারুকী কলেজের পক্ষে গোল করেন আহাদ ও পানছড়ি কলেজের পক্ষে গোল করেন শুভ ত্রিপুরা। আজ মঙ্গলবার সকাল ১০.৩০টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সিটি কলেজ, কক্সবাজার এবং পানছড়ি কলেজ, খাগড়াছড়ি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের চৈতী-শহিদুল্লাহর স্বর্ণপদক অর্জন
পরবর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে স্পেন ১৮০-তেই থাকল বাংলাদেশ