চট্টগ্রাম বিভাগীয় ভেন্যুর খেলা শুরু

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় ভেন্যুর খেলা গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেঙ মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আববাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান ও হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাবু, মুহাম্মদ রিফাত বিন আমিন, সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মো. মোমিনুল হক, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় ফেনী জেলা দল ৩ রানে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নামা ফেনী জেলা দল নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে মিনহাজ। এছাড়া আবদুর রহিম ২৪, নুরুল আবছার ১৩, সাজ্জাদুল ১৬, মুনতাহার ১৫ এবং আসাদুজ্জামান ১৫ রান রান করে। অতিরিক্ত থেকে আসে ৩৮ রান। খাগড়াছড়ি জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নেয় নোমান এবং জুনায়েদ। জবাবে ব্যাট করতে নামা খাগড়াছড়ি জেলা দল ৪৪.৫ ওভারে ১৬৪ রান করে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে আসাদুল হক। এছাড়া নোমান ৩৩, কাউসার ২৩, পারভেজ ১০ এবং দিব্য করে ১১ রান। ফেনী জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে আসাদুজ্জামান। ২টি করে উইকেট নেয় আবু সাইয়েদ রাহাত এবং মেহেরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধবিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন শরীফুল