চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়ায় জাবির করিমের সাফল্য

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সদস্যদের সহধর্মিণী এবং সন্তানদের ইভেন্ট গত শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সন্তানদের ইভেন্টে জাবির করিম ৫০ মিটার দৌড়, চকলেট দৌড় ও অংক দৌড়ে প্রথম স্থান লাভ করে। জাবির চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র এবং তার পিতা দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর রেজাউল করিম। গত রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং অতিথিদের কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় অ্যাথলেটিক্সে সেনাবাহিনী সেরা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগের উদ্বোধন