জাতীয় অ্যাথলেটিক্সে সেনাবাহিনী সেরা

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

 

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্সের তৃতীয় ও শেষ দিনে আরও দুইটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্সে দুইটিসহ তিন দিনে মোট ৭টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। নারী ১০ হাজার মিটার ইভেন্টে ৪১ মিনিট ৯.৩২ সেকেন্ডে সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ডটি গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া আক্তার। গত বছর ৪২ মিনিট ৩৪.১০ সেকেন্ডের আগের রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। এবার রিংকি বিশ্বাস ৪১ মিনিট ২৭.৫১ সেকেন্ড সময়ে নিয়ে হয়েছেন দ্বিতীয়। নড়াইল ডিএসএএর নুপুর কর্মকার ৪৩ মিনিট ৫২.৬২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। ট্রিপল জাম্প নারী ইভেন্টে ১২.৩৮ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তার। ভেঙেছেন এই বছরই জাতীয় সামার গেমসে নিজেরই গড়া ১২.০৬ মিটারের রেকর্ড। ১২.০১ মিটার লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নেহা রানী অধিকারী রূপা ও বাংলাদেশ নৌবাহিনীর রিংকি খাতুন ১১.৬২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন। ২০০ মিটার পুরুষ ইভেন্টে ২১.২০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান। প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটারেও সেরা হন তিনি। আর নারী ২০০ মিটারে সেরা হয়েছেন একই সংস্থার সুমাইয়া দেওয়ান। ৩ দিনে মোট ৪০ ইভেন্টের পদক নিষ্পত্তি হয়। ২১ সোনা, ১৪ রূপা ও ১৬ ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক নিয়ে সেরা বাংলাদেশ সেনাবাহিনী। ১৬ সোনা, ২৩ রূপা ও ১২ ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক নিয়ে পদক তালিকার দুই নম্বরে বাংলাদেশ নৌবাহিনী। আর ২টি করে সোনা ও রূপা এবং ৪টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ আনসার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যাডমিন্টন খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়ায় জাবির করিমের সাফল্য