চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশন এর অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, আই ই বির প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

প্রধান অতিথি এ ধরনের উদ্যোগের জন্য অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। ২৫টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সিপিটি মূলত ২৫টি পরিবারে কমপক্ষে ১জন করে কর্মক্ষম ব্যক্তিকে উপার্জন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি এই ধরনের প্রচেষ্টায় সকলকে তিনি শরীক হওয়ার আহবান জানান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিটির নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিক। সিপিটির চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরী ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায় পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের মাসব্যাপী মিলাদ মাহফিল শুরু