চট্টগ্রাম দলিল লেখক সমিতির শপথ অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২১ মার্চ কোর্ট রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুবকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এম. মোক্তার আহমদ। দ্বিতীয় পর্বে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মোক্তার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ গোফরান উদ্দিন, মোহাম্মদ ছগির, উপদেষ্টা মো. নুর উদ্দিন চৌধুরী, আলহাজ্ব আহমদ আবদুল কাইয়ুম। বক্তব্য রাখেন আলহাজ্ব এম. জাহাঙ্গীর আলম, মো. আকবর আলী, মো. সেলিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘সিটিজেনস চার্টার’ প্রস্তুতকরণ শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে চার ব্যবসায়ীকে জরিমানা