চন্দনাইশে চার ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌর সদর এলাকা ও কাঞ্চনাবাদ বাদামতল এলাকায় বাজার মনিটরিং টিম অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার অভিযান পরিচালিত হয়।

জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং টিম অভিযানে নামে। অভিযানের সময় চন্দনাইশ পৌর সদর ও কাঞ্চনাবাদ বাদামতল এলাকায় বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বেশি দামে পণ্য বিক্রয়

করায় ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। তিনি জানান, বাজার মনিটরিংয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দলিল লেখক সমিতির শপথ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ১১ হত্যা ২০ বছর পর আসামি গ্রেপ্তার