সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে গতকাল বৃহঃস্পতিবার নগরীর দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌরসভা বিএনপি, জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় আগামী ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনির্মিতকরণ, কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, ৩১ মে জেলা বিএনপির উদ্যোগে জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন স্ব–স্ব উপজেলা ও পৌরসভায় পৃথকভাবে আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মঞ্জুর উদ্দীন চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হামিদুল হক মান্নান, আমিনুর রহমান চৌধুরী, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মাস্টার মোহাম্মদ লোকমান, রেজাউল হক চৌধুরী রেজা, গাজী আবু তাহের, ইলিয়াস কাঞ্চন, মোহাম্মদ মহসিন, নাসির উদ্দীন, হাফেজ মৌলানা জাবের হোসাইন, হাফেজ আবদুল করিম ছানবী, এডভোকেট আবু তাহের, জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম আসিফ, এডভোকেট শওকত ওসমান, আপিল উদ্দীন, আবদুল মাবুদ, আবুল হোসেন, শামশুল আলম, আবুল হোসেন বাবুল, গোলাম হোসেন নান্নু প্রমুখ।