তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে নগরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডিসি হিল থেকে শুরু হওয়া মিছিলটি মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভা থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। ৩০ জানুয়ারির মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেয়া হয় সভা থেকে।
জানা গেছে, পাল্টা কমিটি করায় গত ১০ জানুয়ারি আলী আব্বাস, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্র। এর আগে গত ৩১ ডিসেম্বর দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ৯টি ইউনিটে সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁনের যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ৭টি ইউনিটে গত ৫ জানুয়ারি পাল্টা কমিটি ঘোষণা করেন যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। ওইদিন শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও লিয়াকত আলীকে সাথে নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করেন তিনি।
এদিকে গতকাল বিক্ষোভ মিছিলে অংশ নেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি আছহান উদ্দীন চৌধুরী, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, বাঁশখালী পৌর বিএনপির সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দীন চৌধুরী আসফাক, এস এম ছলিম উদ্দীন চৌধুরী খোকন, নবাব মিয়া, জসিম উদ্দীন, আব্দুল্লাহ, মো. শওকত আলম, মোক্তার সওদাগর, ইব্রাহিম চেয়ারম্যান, মো. আলী, সালাহ উদ্দীন চৌধুরী সোহেল, শাহনাজ পারভীন।










