কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম থেকে এআইপি–২০২১ সম্মাননা কার্ড পেলেন তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন সাহেলা আবেদীন (রীমা)। তিনি বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রথম নারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন। তিনি সংগঠন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভের গৌরব অর্জন করেছেন।
গত ৭ জুলাই ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ এমপির কাছে থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এতে সভাপতিত্বে করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।
সাহেলা আবেদীন (রীমা) এর আগে বৃক্ষরোপণ এবং ছাদ কৃষিতে অবদানের জন্য তিনি চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলা–২০১৯ এ দ্বিতীয় স্থান বৃক্ষমেলা–২০১৯ এ তৃতীয় স্থান লাভ এবং চসিক আয়োজিত বৃক্ষমেলা–২০১৯ এবং ২০২২ এ বিশেষ সম্মাননা লাভ করেন। বিভিন্ন সংগঠন থেকে ও বৃক্ষরোপণের জন্য পেয়েছেন অনেক সম্মাননা। সাহেলা আবেদীন (রীমা)-এর সামাজিক দায়বদ্ধতা, সাংগঠনিক দক্ষতা, সাংস্কৃতিক সম্পৃক্ততার শুরু স্কুল জীবন থেকেই। ২০১৭ সালে গড়েছেন তিলোত্তমা চট্টগ্রাম নামের সংগঠন। তিনি চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক। প্রসঙ্গত, সাহেলা আবেদীনের পিতা রাউজানের ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ডাবুয়া ইউনিয়ন পরিষেদে টানা ৫বার নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীও বৃক্ষরোপণে অবদান রাখায় বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৩ এ পুরস্কৃত হন। প্রেস বিজ্ঞপ্তি।