চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া আসা ভাড়া ১০১০৪ টাকা

সপ্তাহে ৪ দিন স্পাইসজেটের ফ্লাইট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট। আগামী ৫ নভেম্বর থেকে সপ্তাহে চারটি ফ্লাইট নিয়মিত যাতায়াত করবে বলে জানিয়েছে স্পাইসজেট চট্টগ্রামের ইনচার্জ মো. আসিফ চৌধুরী। স্পাইসজেট ভারতের লো-কস্ট (কম ভাড়ার) বিমান ক্যারিয়ার হিসেবে পরিচিত। একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬১৩ টাকা। যাওয়া-আসার জনপ্রতি ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।স্পাইসজেট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাথমিকভাবে সপ্তাহের চার দিন- শনি, রোব, মঙ্গল ও বৃহস্পতিবার ৭৮ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এ সংস্থা। নির্ধারিত দিনে সকাল ১০টা ৫ মিনিটে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পৌনে ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। স্পাইসজেট চট্টগ্রামের ইনচার্জ মো. আসিফ চৌধুরী বলেন, যাত্রীদের সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করবে স্পাইসজেট। প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট নিয়মিত যাতায়াত করবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফ্লাইট বাড়ানোর চিন্তা ভাবনাও রয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, ভারত ইতোমধ্যে মেডিকেল, বিজনেস, ডিপ্লোমেটিক ইত্যাদি ভিসা চালুর ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম থেকে প্রচুর যাত্রী এ রুটে নিয়মিত যাতায়াত করেন। স্পাইসজেটের সুবিধা হচ্ছে কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যে নিজস্ব কানেকটিং ফ্লাইট রয়েছে। তাছাড়া লো-কস্ট এয়ার ক্যারিয়ার হিসেবে যাত্রীর সংখ্যা বাড়লে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট অপারেট করতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধসিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
পরবর্তী নিবন্ধঅপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ