চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর জন্য ডায়াবেটিক জেনারেল হাসপাতাল বিশেষ করে দূর-দূরান্ত থেকে আগত ডায়াবেটিকস রোগীদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে সাম্প্রতিককালে হাসপাতালটি বেশ সুনাম অর্জন করেছে। বার্ষিক সরকারি অনুদান ছাড়াও ধনাঢ্য ব্যক্তিদের পাশাপাশি সচ্ছল নাগরিকদের আর্থিক অনুদান ও সহযোগিতায় এবং দীর্ঘদিনের অভিজ্ঞশীল গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী কমিটির মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। কিন্ত দুঃখের বিষয়, বর্তমানে কতিপয় ব্যক্তিদের বিতর্কিত কর্মকাণ্ড আর নেতিবাচক ভূমিকার কারণে হাসপাতালের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। সম্প্রতি, একজন নারী চিকিৎসককে অন্যত্র বদলীকে কেন্দ্র করে কেউ কেউ আলোচ্য চিকিৎসা কেন্দ্রে ষড়যন্ত্র ও অপপ্রচারের মতো ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। ফলে ব্যাঘাত ঘটছে চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে। কর্তৃত্ব ও নেতৃত্বহীনতা, হাসপাতাল কমপ্লেক্সে দুইটি খাদ্যের দোকান নিয়ে জটিলতা সৃষ্টিসহ একাধিক অভিযোগের ক্ষোভ থেকে অপপ্রচার আর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। ইতিমধ্যে প্রতিপক্ষ প্রশাসনের এবং গ্রহণযোগ্য বিভিন্ন দপ্তরে অভিযোগনামা পাঠিয়ে অপপ্রচার অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, কালক্ষেপণ না করে ষড়যন্ত্র, অপপ্রচার ও দলাদলি বন্ধসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় এনে বিভিন্নমুখী সমস্যায় ভরপুর হাসপাতালের ভাবমূর্তি উজ্জ্বল করতে খাদের কিনারা থেকে ডায়াবেটিস হাসপাতালকে রক্ষার জন্য সমাজসেবা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এম. আমিন উল্লাহ মেজু
২২০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপুলিনবিহারী সেন : রবীন্দ্রতাপস
পরবর্তী নিবন্ধজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে