চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ এবং জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ শুরু

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ, চট্টগ্রাম জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ গতকাল শুরু হয়েছে। দুপুরে সিজেকেএস কনভেনশন হলে উক্ত চ্যাম্পিয়নশীপ সমূহের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর ইঞ্জি. জসিম উদ্দীন, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, মহসিন জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, সদস্য কামরুল ইসলাম, মির্জা আরিফুর রহমান (রনি), মো: ইসহাক, মো: নুরুল আমিন প্রমুখ। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় মোট ১০৭ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ফিদে মাস্টার আব্দুল মালেক, মো: ইয়াকুব, শহিদুর রহমান, আসিফ মাহমুদ ও জাহাঙ্গীর আলম সহ মোট ৫৩ জন দাবাড়ু জয় লাভ করেন। আজ শনিবার সকাল ১০ টায় ২য় রাউন্ডে ও বিকাল ৩ টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হয়ে জাতীয় দাবায় অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধ৪০ নয় আইসিসির বার্ষিক লাভের ৩৮.৫ শতাংশ পাবে ভারত
পরবর্তী নিবন্ধপরের রাউন্ডে বিজিসি ট্রাস্ট, ইসলামী, সাদার্ন এবং চুয়েট