চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ এর ৪র্থ রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাঁচ জন। তারা হলেন দিব্য দাশ গুপ্ত, ইফতেখার আলম, তুষিন তালুকদার, অনিন্দ্য রিক ও আফরাজ আহমেদ শীর্ষে রয়েছে। সমান খেলায় ৩.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে আবদুল মালেক, উন্মিয়া বিন্তে লুবাবা ও সৈয়দ শফিউল মুসনাবিন। সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত ৪র্থ রাউন্ডের খেলায় দিব্য দাশ পরাজিত করে আবু মহসিনকে। এছাড়া ইফতেখার – সৈয়দ শামসুলকে, অনিন্দ্য রিক– মুজিবুরকে, তুষিন– শুভ্রজিত কে, আফরাজ আহমেদ – মীর্জা আরিফকে, আবদুল মালেক – আলী কায়সারকে, মুসনাবিন– ডাঃ শাখাওয়াতকে, রাব্বি সেলিম– আমজাদকে, সাইফুল আজম– জাহাঙ্গীরকে, সুলতান – আবু সুফিয়ানকে, আহনাফ – মাহবুবকে, সুদীপ্ত – বাবলুকে, অন্বয় – সৌমিত্রকে, ইমন– চন্দ্রিমাকে, প্রিমা – ইমতিয়াজকে, সত্যম – আদিয়াকে, বাদশা – উষা সিংকে, তাহসিন– রিক কিশোরকে, সুচন্দন–হান্নানকে, ইবতেহাম– সুভজিতকে, টিটু বড়ুয়া– সৌভিক দাশকে, এয়াকুব – সাদমানকে, জাকির – প্রজ্ঞা রায়কে, সুপ্রতিক – সুস্ময়কে, নুরদ্দীন– আবিরকে, আইলান– নুরুল ইসলামকে, সুমন বড়ুয়া – মিসবাহকে, ইসতেসাম– গিয়াদ্দীনকে, মিসকাত– আয়ুসমানকে, তাওহিদা– মেসবাহকে পরাজিত করেছে। উন্মিয়া লুবাবা ও সুবাস সরকারের মধ্যকার ম্যাচটি এবং জোবাইর ও নাজিফ নিয়াজ এবং মিজানুর ও সানোয়ারা মধ্যকার খেলাগুলো ড্র হয়েছে।
টুর্নামেন্টের শীর্ষ ৬জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আসন্ন ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপের জোন–২, চট্টগ্রাম অঞ্চলে অংশগ্রহণ করবে। আজ ১০ আগষ্ট রবিবার, বিকাল ৩.৩০ মিনিটে ৬ষ্ঠ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে। ৭দিন ব্যাপী ৯ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৭০ জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সহ মোট ১১৮ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক।