জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে নিম্মোক্ত খেলোয়াড়দেরকে আগামীকাল ৫ মার্চ বিকাল ৩ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদকের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। খেলোয়াড়রা হলেন : আবদুল কাদের (রাসেল), রতন দাশ, মামুন, মাঈনুদ্দীন রুবেল, তারেক কামাল, রিফাত, রনি চৌধুরী, আরেফীন, সাজ্জাদ, জাবেদ, শাহাদাত বাবু, মুনতাসির, আলভী, তুহিন, ওমর
ফারুক, আকিব, বাপ্পা, রাশেদুল বারী, ওবায়েদ, মুরাদ, মো. হান্নান, ইমরান, শোয়েব, সাব্বির, ইরফান শুক্কুর, মহিউদ্দিন, সাজ্জাদুল হক রিপন, তাজুল, দিপু, সাদেকুর রহমান, মঈনুল হোসেন মঈন, মো. আরমান হোসেন, মো. ইকবাল হোসেন, শহীদুল ইসলাম, আশরাফুল হোসেন বাবু, রাকিব, তারেক, মাজাহার, মুনির, তৌসিফ, ইমরুল, ইফতেখার সাজ্জাদ রনি, রাইয়িদ আহম্মেদ।












