চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দুটি শূন্য পদের উপ নির্বাচনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে সহ সভাপতি পদে দুইজন আর নির্বাহি সদস্য পদে তিনজন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সহ সভাপতি পদে নির্বাচন করা থেকে সরে দাঁড়িয়েছে কোয়ালিটি স্পোর্টস এর প্রতিনিধি মুজিবুর রহমান এবং নবীন মেলা প্রতিনিধি রাশেদুল আলম। ফলে এখন এই পদে সরাসরি দ্বিমুখি লড়াই হচ্ছে। সাবেক সাধারন সম্পাদক ও সহ সভাপতি হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম লড়ছেন এখন এই পদটির জন্য। অপরদিকে নির্বাহি সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিনজন। তারা হলেন সংস্থার ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, মাদারবাড়ি উদয়ন সংঘের প্রতিনিধি মো. মসিউল আলম স্বপন এবং কোয়ালিটি ব্লুজ প্রতিনিধি সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ। ফলে এই পদের জন্য তিনজন লড়াই করছেন। তারা হলেন সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো. দিদারুল আলম, প্রবীন কুমার ঘোষ, ক্যারম কমিটির সম্পাদক মো. এনামুল হক। প্রার্থীরা এখন তাদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। এরই মধ্যে গতকাল নির্বাহি সদস্য প্রার্থী এনামুল হক নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছে। চিঠিতে তিনি আবেদন করেছেন ভোট দিতে যাওয়ার সময় যাতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়। কারন ভোট দিয়েছেন সেটা প্রমাণ করতে ছবি তুলে আনার মত ঘটনা যাতে না ঘটে। সেজন্য তিনি ভোট দিতে যাওয়ার সময় ভোটাররা যাতে মোবাইল ফোন সঙ্গে নিয়ে না যান সেজন্য আবেদন করেছেন। তাছাড়া ভোট গননার সময় যাতে সেটা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয় সে দাবিও করেছেন একাধিক প্রার্থী। প্রার্থীরা চান নির্বাচনী কর্মকান্ডের সবকিছু যেন সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়। পাশাপাশি ভোটাররাও চাইছে এই দুই পদের নির্বাচন নিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুষ্ঠু এবং গণতান্ত্রিক পন্থায় যেন এই নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশা করছে ভোটার এবং প্রার্থী সবাই। আগামী ১৩ ফেব্রুয়ারী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।