একুশে ভাষা শহীদ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ও সিসিএ’র শুভসূচনা

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ইন্ডিপেন্ডেন্ট ও কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত অমর একুশে ভাষা শহীদ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ও চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ৫ উইকেটে এসএস ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে এসএস ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৬ রান করতে সমর্থ হয়। শান্ত ১৭ ও মহসিন ১৫ রান করেন। রাদিয়ান ১৬ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স মাত্র ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রাদিয়ান ২৭ ও ইশতি ৩৩ রান করেন। এসএস এর ইমন ও তাহান ২টি করে উইকেট পান। ম্যাচসেরা রাদিয়ানের হাতে পুরষ্কার তুলে দেন সাবেক কৃতি ফুটবলার জসিম উদ্দিন। দিনের ২য় ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) ৮ উইকেটে চান্দগাঁও ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। টস জিতে আগে ব্যাট করে চান্দগাঁও ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করে। মাহমুদুল ২৭ ও তানজিম ২৩ রান করেন। সিসিএ’র লেগ স্পিনার ইলহাম ২০ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সিসিএ মাত্র ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফারদিন অপ: ৭৭ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট সংগঠক মো. শফিকুল হক। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস।
আবিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আবদুর রশিদ লোকমান, মো. বাহার, ক্রিকেট পৃষ্ঠপোষক আবু হানিফ চম্পা। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা সাইফুর রহমান সুমন, মোহাম্মদ আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দুটি পদে উপনির্বাচন
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে মিরাজ সাকিবদের উন্নতি