চট্টগ্রাম জামেয়া পরিদর্শনে আল্লামা সাবির শাহ্‌

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

আওলাদে রাসূল (.), হযরত আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি..) ও শাহজাদা হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ্‌ (মা.জি..) গতকাল ২ অক্টোবর চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাদরাসার কনফারেন্স হলে আল্লামা সাবির শাহ্‌র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদা হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ্‌।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল আলীম রিজভী। শিক্ষা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কে সূচনা বক্তব্য রাখেন জিবি চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। প্রজেক্টরের মাধ্যমে মাদরাসার উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনার সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন মাদরাসার ইংরেজি প্রভাষক মুহাম্মদ আহসান হাবীব। এতে উপস্থিত ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, সদস্য মুহাম্মদ হাসানুর রসিদ, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, শাইখুল হাদীস হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতী কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস হাফেয মুহাম্মদ আশারফুজামান আলক্বাদেরী, মুহাদ্দিস মুহাম্মদ জসিম উদ্দিন আলআযহারী, আরবী প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরন্নবী, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমান, মাওলানা এএএম জুবাইর রেজভী প্রমুখ।

সভায় আল্লামা সাবির শাহ্‌ জামেয়া পরিদর্শনকালে অ্যাসেম্বলি ও ক্লাস পরিদর্শনসহ প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সচিত্র অবস্থা অবলোকন ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জামেয়ার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোর আরো সমৃদ্ধির জন্য গভর্নিং বডি ও আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমানে পাহাড়ের উন্নয়ন এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোর ত্রি-বার্ষিক নির্বাচন