নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ। বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এছাড়া বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন ও জেলা প্রশাাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চেম্বার থেকে জানানো হয়েছে, আজ মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও চলবে আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।
উল্লেখ্য, মাসব্যাপী এবারের বাণিজ্যমেলায় ৪ লাখ বর্গফুট জুড়ে ১৭টি প্রিমিয়ার প্যাভেলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, ২টি আলাদা জোন নিয়ে ৩১০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চট্টগ্রাম চেম্বারের আগের মেলাগুলো অনুষ্ঠিত হতো মার্চের দিকে। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ফলে সেই আয়োজনে ছেদ পড়ে। শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় অনেকটা নিয়ম রক্ষার জন্য বর্ষা মৌসুমে বাণিজ্যমেলা আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। টানা বৃষ্টির কারণে দর্শনার্থী সমাগম মাঝখানে কিছু কম হলেও পরবর্তীতে ক্রেতা সমাগমে জমে উঠে বাণিজ্যমেলা।